৫০তম বিশ্ব ইজতেমা দুই পর্বের জন্য মাঠের প্রস্তুতি চলছে


এস.এম.মনির হোসেন জীবন , পিবিএ, ঢাকা : সারা বিশ্ব মুসলিম জাহানের সর্ববৃহৎ ধর্মীয় মহাসমাবেশ বিশ্ব তাবলিগ জামাতের সব চেয়ে বড় আসর তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর সুবিশাল তীরে আগামী বছর ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে শুরু হচেছ।

টঙ্গী তুরাগ নদীর তীরে প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর একটানা চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইতজেমা শেষ হবে। মাঝ খানে ১৩ থেকে ১৬ জানুয়ারি একটানা চার দিন বিরতি থাকবে।

প্রথম পর্বের শেষ দিন ১২ জানুয়ারি ও দ্বিতীয় পর্বের শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে সারা মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি, ভ্রাতিত্বরোধ, ও সারা বিশ্বের সকল মুসলিম জাহানের কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ বুধবার দুপুরে টঙ্গী বিশ্বইজতেমা মাঠে প্রথম পর্বের সূরায়ে নেজার কর্মী বাংলাদেশী ইজতেমার মুরুব্বি মো: মামুনুর রশীদ আজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, এবারের বিশ্ব ইজতেমাকে সফল ও স্বার্থক করার জন্য ইজতেমা আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ প্রস্তুতির কাজ গত এক মাস যাবত বেশ জোরেসোরে এগিয়ে চলছে। এখন বেশ জোরেসোরে চলছে কাজ। শত শত স্বেচছাসেবী প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একাজ করে যাচেছন। তারা এখন মাঠের ভেতরে বাঁশের খুঁটি সারিবদ্ধ ভাবে লাগানো,কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুৎ,রাস্তা সংস্কার সহ সার্বিক উন্নয়নের কাজ এগিয়ে চলছে। এটি ৫০তম বিশ্ব ইজতেমার আসর।

ইজতেমার মুরুব্বি মো: মামুনুর রশীদ আজ বলেন, প্রতিদিন ইজতেমা ময়দানে সূরায়ে নেজার সাথী সহ শতশত পুরুষ ও যুবকরা দলে দলে বিনা পরিশ্রমে ইজতেমা মাঠে কাজ করে যাচেছন। বিগত ১ মাস ধরে মাঠের ভেতরে বাঁশের খুটি নির্মাণ, কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা সংস্কার সহ অন্যান্য যাবতীয় মাঠ প্রস্তুতির কাজ বেশ জোরেসোরে চলছে। পাশাপাশি মাঠের উত্তর পশ্চিম কোনে বিদেশী নিবাসে উন্নয়ন কাজও বেশ তড়িতগতিতে চলছে।

পিবিএ/ জীবন/জেডআই

আরও পড়ুন...