ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে ঢামেকের সামনের সড়ক থেকে মাদক উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দও করা হয়।
রোববার (২৬ জানুয়ারি) ডিবি মিপুরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সোনাহর আলী এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে অভিযান করে ডিবির মিরপুর বিভাগের একটি টিম। এসময় ঘটনাস্থল থেকে মো. রমজান মিয়া, জাহিদ ইসলাম ও নুরুল হককে গ্রেফতার করা হয়। এসময় হেফাজত থেকে একটি নোয়া মাইক্রোসহ ৫০ কেজি গাজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা প্রক্রিয়াধীন