রাজধানীর পল্টন মডেল থানা এলাকা হতে ৫০টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধারসহ চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলো- মো. নাদিম (৩৫) ও মো. সুজন প্রকাশ বাবু (২৪)। এ সময় তাদের হেফাজত হতে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধায় পল্টন মডেল থানাধীন গুলিস্থানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটের দক্ষিন পাশের ফুটপাত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
পল্টন মডেল থানা সূত্র জানায়, শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়, পল্টন মডেল থানাধীন গুলিস্থানস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নং গেটের দক্ষিন পাশের ফুটপাতের উপর কিছু ব্যক্তি চোরাই মোবাইল ফোনসেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নাদিম ও সুজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সংক্রান্তে থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা ঢাকার গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে গুলিস্তান স্টেডিয়াম এলাকার নেশাগ্রস্থ বখাটে এবং ফুটপাতে থাকা টোকাই শ্রেণীর লোকজনদের মাধ্যমে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ ঢাকার গুলিস্থানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাই, চুরি ও চোরাই মোবাইল ফোন বেচা-কেনা চক্রের সক্রিয় সদস্য।
মামলার সুষ্ঠু তদন্ত এবং গ্রেতকারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।