৫০ মিলিয়ন ডলার ঋণ নিল ক্রিকেট অস্ট্রেলিয়া

পিবিএ,ডেস্ক: খেলা বন্ধের কারণে হওয়া আর্থিক ক্ষতি কমাতে বোর্ডের স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডটি এতেই ক্ষান্ত দেয়নি, নিচ্ছে ঋণও। এরই মধ্যে কমনওয়েলথ ব্যাংক তাদের ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ঋণ আবেদন অনুমোদন করেছে। কিছুদিনের মধ্যে বোর্ডের অ্যাকাউন্টে জমা হবে এই অর্থ।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই ঋণ গ্রহণের মাধ্যমে স্টাফদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। কারণ স্টাফদের বেতন কম দেওয়ার ফলে বোর্ডের সাশ্রয় হবে মাত্র তিন মিলিয়ন ডলার।

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়েছে, কোনো প্রকার উদ্যোগ না নিলে আগস্টের দিকে বোর্ড আর্থিক টানাটানির মধ্য পড়ে যাবে- এমন ধারণা দেওয়া হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে। আর সে কারণেই প্রায় ২০০ স্টাফের বেতনের আশি শতাংশ জুন পর্যন্ত কম দেওয়া হবে। সিনিয়র পুরুষ টিমের কোচ জাস্টিন ল্যাঙ্গারের বেতনও পার্টটাইম চাকুরের আওতায় নিয়ে আসা হয়েছে।

এখন তারা দীর্ঘদিনের বাণিজ্যিক অংশীদার সিবিএর দ্বারস্থ হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানাচ্ছে, বোর্ডের গ্রহণ সীমা ৫০ মিলিয়নেই সীমাবদ্ধ থাকছে না। বরঞ্চ বছরের শেষদিকে থাকা ভারত সফরকে কেন্দ্র করে আরও বড় অঙ্কের ঋণ নেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ায় এখন করোনাভাইরাস পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ফের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার এখন বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে রেখেছে।

যে কারণে অনিশ্চয়তায় পড়েছে অক্টোবর-নভেম্বরের টি২০ বিশ্বকাপ এবং ডিসেম্বরের ভারত সিরিজ। বিশেষ করে দ্বিপক্ষীয় সিরিজটি না হলে বড় অঙ্কের লাভ থেকে বঞ্চিত হবে ক্রিকেট অস্ট্রেলিয়া। সে দিকটি মাথায় রেখেই আরও ২০০ মিলিয়নের প্রস্তাব দিয়ে রাখছে তারা।
পিবিএ/এএম

আরও পড়ুন...