৫ জুলাই জাবিতে র‌্যাগের রাজা রাণী নির্বাচন

পিবিএ,জাবি: র‌্যাগ বা শিক্ষা সমাপনী উৎসবকে জাঁকজমকপূর্ণ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিটি র‌্যাগ উৎসবে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমী রাজা-রানি নির্বাচন। এ বছর ৪১তম আবর্তনের শিক্ষা সমাপনী উৎসবের রাজা-রানি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুলাই। এদিনেই ক্যাম্পাসের ৪১ তম ব্যাচের শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে বেঁচে নিবেন তাদের পছন্দের রাজা-রানীকে।

জানা যায়, ৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগণনা শেষে ঐ দিনই ফল প্রকাশ করা হবে।
নির্বাচনে রাজা ও রানি পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজা পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- বাংলা বিভাগের আরমান খান যুব ও প্রতœতত্ত্ব বিভাগের সিয়াম চৌধুরী শাওন। অপরদিকে, রানী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন- ইংরেজি বিভাগের ইফফাত জাহান খান নোভা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শ্যামা ভট্টাচার্য।
এদিকে ভোটকে কেন্দ্র করে ক্যাম্পাসের সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। ভোটার ও প্রতিদ্বন্ধীদের দেখা সাক্ষাৎ, কোলাকুলি চলছে। চলছে ঝটিকা শোডাউনও। ভেটারদের উৎসাহ উদ্দীপনায় মুখর পুরো ক্যাম্পাস এলাকা।

পবিএ/এসআই/হক

আরও পড়ুন...