পিবিএ,দিনাজপুর: নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে পর পর নির্বাচিত ৩ বারের জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী ২৩ জানুয়ারি বুধবার ৫দিনের সরকারি সফরে দিনাজপুর যাচ্ছেন ।
মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার মন্ত্রীর সফর সূচি জানান, সফরের শুরুতে দিনাজপুর সদরের ১নং চেহেলগাজী ইউপিস্থ শহিদ বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে চেহেলগাজী গণকবরে শ্রদ্ধা নিবেদন। বিকেল ৩টায় দিনাজপুর জিলাস্কুল মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন করবেন।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার বোচাগঞ্জ উপজেলা প্রশাসন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সেতাবগঞ্জ বড় মাঠে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগদান। বেলা ২টায় বিরল উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময়। বিকাল ৩টায় বিরল সরকারি হাইস্কুল মাঠে বিরল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে যোগদান। ২৫ জানুয়ারি শুক্রবার বিকাল ৩টায় বোচাগঞ্জ উপজেলায় গণসংযোগ। ২৬ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় বিরল উপজেলায় গণসংযোগ। ২৭ জানুয়ারি রবিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদিবেন এবং বেলা সাড়ে ১২টায় নভো এয়ার বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল জানান, জেলা আওয়ামী লীগ ২৩ জানুয়ারি বুধবার বিকাল ৩টায় দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীকে সংবর্ধনা প্রদান করা হবে।
পিবিএ/ এমএ এস/জেডআই