৫ মিনিটে সিভি তৈরি করা যায় : সাদমান সাদিক

নাজমুল হুসাইন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আইটি সোসাইটির উদ্যোগে দিনব্যাপী সিভি রাইটিং ও পাওয়ার পয়েন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) এএনএইচ গ্রুপের পৃষ্ঠপোষকতায় বেলা আড়াইটাই রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এ এস এম ফাহাদের সভাপতিত্বে কি-নোট স্পিকার ছিলেন বাংলাদেশের অনলাইন শিক্ষার ব্যতিক্রমী প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের সাদমান সাদিক। এসময় তিনি বলেন, যে ছেলেটা কখনো অর্থ সংকটে বড় হয়নি সে কখনোই বুঝবে না, বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিভাবে দিন পার করে। মাসের টাকাটা কখন শেষ হয়ে যায়। এটা সে কোনোদিন চিন্তা করতে পারবে না।

এছাড়া তিনি ক্যারিয়ার বিষয়ক আলোচনার পাশাপাশি কিভাবে মাত্র পাঁচ মিনিটে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সিভি তৈরি করা যায়, সে বিষয়ে কর্মশালায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীকের দিক-নির্দেশনা দেন।

এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি নাবিলা আনজুম নিশু, হাসান আল মেহেদী, সালমান খান, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিহাদ, শরিফুল ইসলাম, পূর্বাশা গোম্বামী, অর্থ-সম্পাদক রাকিবুল হাসান চৌধুরী রাফাত, সহকারী অর্থ-সম্প খান ফাবিহা আসনিম অর্থী, দপ্তর সম্পাদক মৃত্তিকা খান, উপ-দপ্তর সম্পাদক ফাহিম মোসাদ্দেক, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক অর্নব হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০ টায় ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের কম্পিউটারের প্রাথমিক বিষয়য়াবলির পরীক্ষা নেওয়া। অনুষ্ঠান শেষে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া সংগঠনটির নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়।

 

আরও পড়ুন...