তাহজীবুল আনাম , কক্সবাজার : মালয়েশিয়া ফেরত রোহিঙ্গাদের ঘটনার রেশ না কাটতেই আরও ৫ শতাধিক রোহিঙ্গা নিয়ে দুটি ট্রলার বাংলাদেশ অভিমুখে ঠেলে দিচ্ছে মিয়ানমার।
কক্সবাজারের বালুখালী ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের স্বজনরা এ তথ্য দিয়েছেন।
রোহিঙ্গারা জানিয়েছে, করোনা মহামারির কারণে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঁচ শতাধিক রোহিঙ্গা নিয়ে দু’টি ট্রলারকে তাদের সীমানায় ঢুকতে দেয়নি। জাহাজ দু’টি ১৫ দিন ধরে মিয়ানমার জলসীমায় রয়েছে। মিয়ানমার নৌবাহিনী রোহিঙ্গাবোঝাই ট্রলার দুটো বাংলাদেশ জলসীমার দিকে ঠেলে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।
অন্যদিকে, উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে রোহিঙ্গারা জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্র উপকূল থেকে রোহিঙ্গাবোঝাই অন্তত চারটি বড় কার্গো ট্রলার ছেড়ে যায়। এতে এক হাজারেরও বেশি রোহিঙ্গা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। এর মধ্যে একটি ট্রলার বুধবার রাতে টেকনাফ উপকূলে ফিরে এসেছে। ট্রলার থেকে উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছে, প্রায় দুই মাস তারা সাগরে ভেসেছে। পরে মিয়ানমার নৌবাহিনীর সহযোগিতায় দালালরা তাদের টেকনাফ উপকূলে তুলে দিয়েছে। এরপর দালালরা পালিয়ে গেছে।
পিবিএ/মোআ