বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে ৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম কারণ সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং।
রোববার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠানে এসব জানান বক্তারা।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ),সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহার সঞ্চালনায় সড়কে চলাচলে নিয়ম ও ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতামূলক এ সভায় বক্তব্য রাখেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ (এনডিসি, পিএসসি),এক্সিডেন্ট রিসার্চ ইনিস্টিটিউট, বুয়েটের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুন নেওয়াজ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)’র সহকারী পরিচালক মো. শামসুল কবীর এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ইংরেজী প্রভাষক মো. খায়রুজ্জামান।
এছাড়াও গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর মিরপুরের পল্লবীতে আহ্ছানিয়া মিশন স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।