নতুন মন্ত্রিসভা গঠন ৬ জানুয়ারি

পিবিএ,ঢাকা: ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত এমপিরা শপথ নেন। এর পর সংসদীয় দলের বৈঠক হয়। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা হিসেবে দলের সভাপতি শেখ হাসিনার নাম প্রস্তাব করলে দলের জ্যেষ্ঠ সদস্য আমির হোসেন আমু তা সমর্থন করেন। সংসদীয় দলের নেতা নির্বাচনের পরে সকল সংসদ সদস্য তুমুল করতালির মাধ্যমে শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় কমিঠির বৈঠকে জনগণের উন্নয়নের জন্য সবাইকে কাজ করতে বলেছেন। এদিকে বৈঠক থেকে বের হয়ে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রী নির্বাচিত এমপিদের নিজ নিজ এলাকায় থাকতে বলেছেন। নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ভোটারদের খোঁজ খবর নিতে বলেছেন।

শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের একটি কক্ষে এই বৈঠক হয়। সেখানে শেখ হাসিনাকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত করা হয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।

পিবিএ/জেডআই

 

 

 

আরও পড়ুন...