৬ জুলাই থেকে সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা

পিবিএ,ঢাকা: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল শুক্রবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে । তবে আগামী শনিবার থেকে সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাতের প্রবণতা কমে যাবে বলে জানিয়েছেন ,অবহাওয়াবিদ মো. আরিফ হোসেন । তবে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আগামী ৬ জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য মতে , ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পিবিএ/হক

আরও পড়ুন...