পিবিএ ডেস্ক: অ্যালোভেরা ত্বকের জন্য খুবই ভালো, এটি ত্বকে ময়েশ্চেরাইজারের কাজ করে। এটি ত্বকের ভেতরে পানির চেয়ে ৩-৪ গুন দ্রুত এবং প্রায় ৭ গুনের বেশি গভীরতায় ত্বকের ভেতরে প্রবেশ করে। এছাড়া এটি অনুজ্জ্বল ত্বককে সজীব ও উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও অ্যালোভেরার জেল দিয়ে তৈরি শরবতও স্বাস্থ্যকর। হাতের কাছে সবসময় পাওয়া যায়না উপকারি এই অ্যালোভেরা জেল, তাই এটা সংরক্ষণ করে রাখতে পারলে ভালো। ভাবছেন কিভাবে সংরক্ষণ করবনে? চিন্তা নেই আজকের লেখায় থাকছে এমন একটি পদ্ধতি এতে করে আপনি ৬মাস পর্যন্ত অ্যালোভেরা জেল রাখতে পারবেন।
চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক ৬ মাস পর্যন্ত অ্যালোভেরা জেল সরংরক্ষণ পদ্ধতি ঃ
১। অ্যালোভেরা পাতার দুইপাশের অংশ ছুরি দিয়ে সাবধানে ছাড়িয়ে ফেলুন।
২। এবার জেল ছোট ছোট কিউব করে কাটুন।
৩। জিপলক ব্যাগে নিয়ে ভেতরের বাতাস বের করে মুখ বন্ধ করে দিন
৪। এভাবে ডিপ ফ্রিজে রেখে দিন ব্যাগ।
৬ মাস পর্যন্ত ভালো থাকবে এই জেল। ব্যবহারের একদিন আগে প্রয়োজন মতো অংশ নরমাল ফ্রিজে রাখুন।
এছাড়াও ১/৪ কাপ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন চাইলে। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন ফ্রিজে। ১৫ দিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে এর গুণগত মান।
পিবিএ/ইকে