৭১তম মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পিবিএ,জাককানইবি: “ইয়ুথ স্ট্যান্ডিং অ্যাপ ফর হিউম্যান রাইটস উইথ নো ওয়ান লেফট বিহাইন্ড” প্রতিপাদ্য স্লোগান কে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ৭১ তম মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে জাতিসংঘের অর্থায়নে আইন ও বিচার বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে আলোচনা সভা ও র‌্যালির অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সকাল ১০ টা ৩০ মিনিটে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে প্রশাসনিক ভবন থেকে র‌্যালী শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মাঠে র‌্যালীটি শেষ হয়। এসময় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও মানবাধিকার সম্পর্কিত পাঁচটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ইরফান আজিজের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোঃ আহসান কবিরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জাতিসংঘ ( বাংলাদেশ) হিউম্যান রাইটস অফিসার জাহিদ হোসেন, কলাম লেখক ও সংস্কৃতি কর্মী সঞ্জীব দ্রং।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক লঙ্ঘন হয়। রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রের নাগরিকদেরকেও মানবাধিকার সমন্ধে সচেতন হতে হবে। সেই সাথে বাংলাদেশের কোন নাগরিক যদি মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত কোন বিষয় খুঁজে পান তা জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশ এ চিঠি প্রদান অথবা অফিসিয়াল ওয়েবসাইটের হট লাইনের মাধ্যমে জানাতে পারবেন।

এছাড়াও আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে মানবাধিকার সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজকের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

পিবিএ/আশিক আরেফীন/এমএসএম

আরও পড়ুন...