৭৮% মার্কিন নাগরিক ইরানে হামলার বিপক্ষে

মার্কিন যুদ্ধ জাহাজ

পিবিএ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৭৮% নাগরিক ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিপক্ষে তাদের মত দিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে গত মাসে হামলা চালানোর নির্দেশ দেয়ার পর তা বন্ধ করার যে সিদ্ধান্ত দিয়েছিলেন তাকে সঠিক বলেও মনে করছেন তারা।

দ্যা হারভার্ড সিএপিএস/হ্যারিস পরিচালিত এক জনমত জরিপে এসব তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার দ্যা হিল পত্রিকা জনমত জরিপের এ ফলাফল প্রকাশ করেছে। জরিপে অংশ নেয়া ৭৮ ভাগ মানুষ বলেছেন, ট্রাম্পের ইরানে হামলা থেকে সড়ে আসার সিদ্ধান্তকে তারা সমর্থন করেন এবং তা সঠিক ছিল। এছাড়া, শতকর ৫৭ ভাগ মানুষ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধিতা করেছেন।

জনমত জরিপে অংশ নেয়া লোকজনের শতকরা ৫৫ ভাগ বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুকে যেভাবে মোকাবেলা করছেন তা সঠিক নয়। গত ২৬ থেকে ২৯ জুন পার্যন্ত ২,১৮২ জন রেজিস্ট্রার্ড ভোটারের ওপর অনলাইনে এ জরিপ চালানো হয়।

গত সপ্তাহে অন্য এক জরিপে দেখা গিয়েছিল- মাত্র শতকরা পাঁচ ভাগ মার্কিন নাগরিক ইরানের ওপর সামরিক হামলা চালানোর পক্ষে মত দিয়েছিল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...