৭ কলেজের ফল প্রকাশ হচ্ছে না কেন ?

পিবিএ,ঢাকা: মেলে শুধুই আশ্বাস আন্দোলনের পর। আর জিজ্ঞাসা ছুড়লেই বলা হচ্ছে কোন সমস্যা নেই। এমন দাবি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের থাকলেও অজানা কারনেই যেন প্রকাশ হচ্ছে না অধিভূক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের ফল।

বার বার আন্দোলন বার বার আশ্বাস! কিন্তু কি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ। তীব্র সেশন জট, ত্রুটিযুক্ত ফলাফলসহ নানা সমস্যা সমাধানের লক্ষ্যে মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ এপ্রিল) ৫ দফা দাবিতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা ভিসি স্যারের সঙ্গে আলোচনা করেছি। আগামী ২৮ তারিখ তোমাদের দাবি নিয়ে সিন্ডিকেট সভায় আলোচনা করা হবে। সেখানে সাত কলেজের প্রতিনিধিও রাখা হবে।

এ সময় তিনি আরোও বলেছিলেন, নতুন শিক্ষার্থী অর্থাৎ যারা অধিভুক্তির পর থেকে ভর্তি পরিক্ষা দিয়ে ভর্তি হয়েছে তাদের কোন সমস্যা নেই। কিন্তু ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের প্রথম বর্ষের পরিক্ষা নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এখনোও প্রকাশ পাচ্ছে না ১৭-১৮ শিক্ষাবর্ষের রেজাল্ট। এরেই মধ্যে পেরিয়ে গেছে দীর্ঘ ৫ মাস।

সাত কলেজের অধ্যক্ষদের সাথে সিন্ডিকেট সভায় সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ ক্যালেন্ডার প্রকাশের আশ্বাস দেন। কিন্তু প্রকাশ করা হলেও রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ থাকছে না তাতে। এতে ক্ষুদ্ধ ৭ কলেজ শিক্ষার্থীরা। আশ্বাসের পরও মিলছে না সঠিক সমাধান এই নিয়ে চলছে নানা সমালোচনা।

কয়েকদিন আগেই ইন্ডিপেন্ট টেলিভিশনের টকশোতে এসে বিসিএস সাধারন শিক্ষা সমিতির সভাপতি আইকে সেলিম উল্লাহ খোন্দকার বলেছিলেন মান উন্নয়নের জন্য ঐতিহ্যবাহী কলেজগুলিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল।

কিন্তু আজ এই সাত কলেজ সঙ্কটময়। যদি মানউন্নয়ন করা হয় তাহলে এই কলেজগুলিকে কলেজ সার্টিফিকেট করা হলেই সমস্যা হতো না।

পিবিএ/জেআই

আরও পড়ুন...