৭ বছরে পা রাখলো কুষ্টিয়ার ‘দৈনিক দেশের বাণী’

প্রতিষ্ঠা বার্ষিকী
দৈনিক দেশের বাণীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পিবি এ, কুষ্টিয়া: কুষ্টিয়া থেকে সর্বাধিক বহুল প্রচারিত দৈনিক দেশের বাণীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রবিবার এ উপলক্ষে পত্রিকার কার্যালয়ে আলোচনা সভা ও বর্ষপূর্তির আয়োজন করা হয়। ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পর্দাপন উপলক্ষে আনন্দঘন ও উৎসব মূখর পরিবেশে বিকেল ৩টায় কেক কাটা হয়।

দেশের বাণীর ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার তৌহিদুজ্জামান। বিশেষ অতিথি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) সভাপতি ও আরশীনগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও জয়যাত্রার প্রকাশক ও সম্পাদক আল মামুন সাগর।

প্রধান অতিথির বক্তব্যে তৌহিদুজ্জামান বলেন,পত্রিকার শহরে দেশের বাণী সংবাদ প্রকাশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হচ্ছে। আমি মনে করি সাংবাদিকরা সমাজের বিবেক ও দর্পণ । দেশের বাণী পত্রিকা সমাজের নিপিড়িত ,নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে । তিনি আরও বলেন, সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা রুখে দিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।

আরও বক্তব্য রাখেন , দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ মেহমুদ, শিকলের ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহফুজ-উর রহমান, আলোকিত সময় ও বার্তাসংস্থা পিবিএ’র জেলা প্রতিনিধি কাজী সোহান শরীফ, দেশের বাণীর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, খোকসা প্রতিনিধি হাসানুজ্জামান, ইবি প্রতিনিধি আজিজুল ইসলাম,দেশের বাণীর কম্পিউটার ইনচার্জ আব্দুর রহমান, সাইদুল ইসলাম, শহর প্রতিনিধি শাহিনুর আলম (রকি), ফটো সাংবাদিক শাহিন, সাংবাদিক সাগোর হোসেন, ফারুক মালিথা, কাঙ্গাল হরিণাথ প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম ও আসাদুজ্জামান সবুজসহ আমন্ত্রিত অতিথি ও কুষ্টিয়ার সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেশের বাণীর কুমারখালী প্রতিনিধি ও কাঙ্গাল হরিণাথ প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিপু খন্দকার।

 

পিবিএ/ কেএস/জেডআই

আরও পড়ুন...