পিবিএ, খেলাধুলা: মানুষ এতদিন জানতো টানা ছয়টি ছক্কা মারার রেকর্ডের কথা। কিন্তু টানা সাত বলে সাতটি ছক্কা মারতে নিশ্চিত বিস্ময়কর। সেই বিস্ময়কর কাজটিই করেছে মুম্বাইয়ের এক চাষির ছেলে, পেশায় তিনি নিজেও একজন সেলসম্যান।
২৩ বছর বয়সী মাকরান্দ পাতিল এমনই এক বিরল ইতিহাস সৃষ্টি করলেন।মুম্বাইর জিমখানা মাঠে ফার্স্ট ডিভিশন টাইমস শিল্ড টুর্নামেন্টে ভিভা সুপারমার্কেটসের হযে ব্যাট করতে নেমে মহিন্দ্রা লজিস্টিকসের বিরুদ্ধে পর পর সাতটি ছক্কা মারে রেকর্ড বুকে নাম তুলে ফেলেন তিনি।
বলাই বাহুল্য, এর মধ্যে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কার মারও ছিল।এক ওভারে টানা ছয়টি ছক্কা মারার রেকর্ড রয়েছে টিম ইন্ডিযার বর্তমান প্রধান কোচ রবি শাস্ত্রী এবং তারকা ব্যাটসম্যান যুবরাজ সিংয়ের।
ভারতের বাইরে এই রেকর্ড রয়েছে স্যার গ্যারি সোবার্স, হার্সেল গিবস, অ্যালেক্স হেলস, জর্ডান ক্লার্ক, মিসবাহ-উল হক, হজরতুল্লাহ জাজাই, উইল জ্যাকস প্রমুখের। সেদিক থেকে সবার রেকর্ডকে একযোগে ভেঙে দিলেন মুম্বাইর অখ্যাত ব্যাটসম্যান মাকরান্দ। আট নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২৬ বলে ৮৪ রান করেন তিনি।
পিবিএ/এমএস