
রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে সাত মামলার আসামি আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- তুষার ওরফে তন্ময় (২৪) ও মো. মাসুম ( ২৬)।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ১২টায় মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের সামনের ফুট ওভারব্রিজের নিচে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।
মতিঝিল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রাজধানীসহ সারাদেশে ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
রেকর্ডপত্র পর্যালোচলনায় জানা যায়, গ্রেফতারকৃত তুষার ওরফে তন্ময়ের বিরুদ্ধে রাজধানীর চকবাজার থানাসহ রাজবাড়ীর কালুখালী, মেহেরপুর সদর ও মুজিবনগর থানা, নেত্রকোনার বারহাট্রা, নাটোরের গুরুদাসপুর থানায় ছিনতাই, মাদক ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত অপর আসামি মোঃ মাসুম এর বিরুদ্ধে মতিঝিল ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।