৮০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন আশরাফুল

পিবিএ,ঢাকা: বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেনীর ক্রিকেটে ৮০০০ রানের অনন্য মাইলফলক স্পর্শ করলেন মোহম্মদ আশরাফুল। গতকাল জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

আশরাফুলের আগে আরো ৫ জন ক্রিকেটার ৮০০০ রানের মাইফলক স্পর্শ করেছেন। এরা হলেন তুষার ইমরান, অলক কাপালি, নাঈম ইসলাম, রাজিন সালেহ ও ফরহাদ হোসেন।

এদের মধ্যে তুষার ইমরানের রান সর্বোচ্চ ১১৪৭৮ রান।

একনজরে তালিকা দেখুন:-
১। তুষার ইমরান: ১১৪৭৮ রান
২। অলক কাপালি: ৮৮৮৫ রান

৩। নাইম ইসলাম: ৮৫০৮ রান
৪। রাজিন সালেহ: ৮৪৮১ রান
৬। ফরহাদ হোসেন: ৮২৯৯ রান

৭ মোহম্মদ আশরাফুল: ৮৯১৮।

পিবিএ/ইকে

আরও পড়ুন...