৮০ বছরের ইতিহাসে লন্ডনে নতুন রেকর্ড করলো বাংলাদেশি ছাত্র

পিবিএ,ঢাকা: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ৮০ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশি কোন ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হয়েছে।

 

নির্বাচিত ভিপি ব্যারিস্টারি অধ্যয়নরত ছাত্র নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের খলিল মুন্সি বাড়ির মিজানুর রহমা ২য় সন্তান আনিসুজ্জামান আসাফ।

আসাফ ইউনির্ভাসিটির ১১৮২ জন ছাত্রছাত্রীর সরাসরি ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রিটিশ ছাত্র অলিবার রেড ৭১২ ভোট পান।

একজন বাংলাদেশি হিসেবে এমন গৌরবোজ্জ্বল অর্জনে বিভিন্ন মহল আসাফকে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেছেন।

আসাফ ২০১৫ সালে ব্যারিস্টারি জন্য লন্ডন গমন করে। তার পিতা মিজানুর রহমান পেশায় একজন ব্যাংকার। ছেলের এমন অর্জনে তিনি আনন্দ প্রকাশ করে বলেন, এই অর্জন আমাদের বাঙালির জন্য সুনামে

পিবিএ/হক

আরও পড়ুন...