৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ৮ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে নদীপথে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাউদ্দিন। তিনি জানান, ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকে। নদীতে কুয়াশা কেটে গেলে ৮ ঘণ্টা ২০ মিনিট পর সকাল ৯টায় আবার চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটে আটকে থাকা পণ্যবাহী ট্রাকগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার পর থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

আরও পড়ুন...