পিবিএ,ঢাকা: বিগত ২০১৩ সালে মাদারীপুর জেলার সদর থানাধীন পৌরসভাস্থ আড়িয়ালখাঁ নদীর পাড়ে জনৈক বাবু তার স্ত্রী শাহজাদীকে সহযোগী উজ্জ্বল ও নাঈমসহ নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। নিহত ভিকটিমের মা ২০১৩ সালে মাদারীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের মাদারীপুর থানা পুলিশ উজ্জ্বল খানকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালতের নির্দেশে উজ্জ্বল খানকে ২০১৬ সাল পর্যন্ত জেল হাজতে আটক রাখা হয়। পরবর্তীতে ২০১৬ সালে উজ্জ্বল খান মহামন্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২’র একটি চৌকস আভিযানিক দল গতকাল ১৪ এপ্রিল রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকাণ্ডের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উজ্জল খান (৩০)-কে দীর্ঘ ১০ বছর পর গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উজ্জল খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে, জামিনে বের হয়ে নিয়মিত হাজিরা না দিয়ে গ্রেফতার এড়ানোর জন্য সে এক স্থানে কখনোই তিন মাসের অধিক সময় থাকে নাই। গ্রেফতার এড়াতে এক এক স্থানে সে কখনো রাজমিস্ত্রি, কখনো দিনমজুর, কখনো কারখানার শ্রমিক সেজে নিজের নাম পরিবর্তন করে ছদ্মবেশে আত্মগোপনে থাকে। এভাবে দীর্ঘ ১০ বছরেরও অধিক কাল উজ্জ্বল খান পলাতক থাকে। গ্রেফতারকৃত আসামি উজ্জল খান উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এই ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।