৯দফা দাবীতে খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

পিবিএ,খুলনা: খুলনা-যশোর অঞ্চলের সরকারী পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরিসহ ৯ দফা দাবিতে চারঘন্টা রাজপথ-রেলপথ অবরোধ পালন করেছে শ্রমিকরা।

বৃহষ্পতিবার সকাল ৮টায় তৃতীয় দিনের মত পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে শ্রমিকরা লাঠিসোটা নিয়ে মিছিল করে দৌলতপুর নতুন রাস্তার মোড়ে অবস্থান নেয়। শ্রমিকরা রাস্তায় ও রেল লাইনে কাঠ ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে। শ্রমিকরা খুলনা-যশোর-ঢাকা মহাসড়কের দৌলতপুর থেকে গোয়ালখালী মোড় পযর্ন্ত তিন কিলোমিটার রাস্তা অবরোধ করে রাখে। সড়ক অবরোধের কারনে

খুলনা-যশোর মহাসড়কেও যানবাহন চলাচল এবং ঢাকা ও রাজশাহীসহ দেশের সব অঞ্চলের সাথে রেল চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে ঢাকা, রাজশাহী, সৈয়দপুরসহ বিভিন্ন রুটের ট্রেন।
এদিকে, অবরোধ চলাকালে সাড়ে দশটার দিকে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ধর্মঘটী শ্রমিকরা নতুন রাস্তার মোড়ের পুলিশ বক্সে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বক্সের মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে। শ্রমিকদের বেপরোয়া মারপিট ও লাঠির আঘাতে ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার, এসআই আশরাফুল ইসলাম, পুলিশ কনস্টেবল মনির ও রাতুল আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পুলিশের উপর হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান পুলিশ কমিশনার।

তবে পাটকল সিবিএ-নন সিবিএ শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মোতাহার হোসেন, সদস্য সচিব সোহরাব হোসেনসহ নেতৃবৃন্দ পুলিশ বক্সে ও পুলিশের উপর হামলার ঘটনায় কোন শ্রমিক নয়-বহিরাগতরা জড়িত উল্লেখ করে হামলাকারীদের শাস্তির দাবী জানান।
তারা আগামী ৭ এপ্রিল ঢাকায় শ্রমিক নেতাদের বৈঠকের মাধ্যমে পরবর্তী আন্দোলনের কর্মসূচী ঘোষনা দেয়ার কথা জানান।

পিবিএ/এসডি/হক

আরও পড়ুন...