৯২টি অনলাইন পত্রিকা সংস্করণের অনুমোদন

পিবিএ,ঢাকা: দৈনিক পত্রিকা, রেডিও ও টেলিভিশনের অনলাইন সংস্করণের জন্য আলাদাভাবে নিবন্ধন নেওয়ার বিধান করার পর সরকার প্রাথমিকভাবে ৯২টি পত্রিকাকে তাদের অনলাইন সংস্করণ চালানোর অনুমতি দিয়েছে।

তথ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালসমূহকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রাথমিক নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত ৯২টি পোর্টালের কর্তৃপক্ষকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রিসভা গত সোমবার জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধনের প্রস্তাব অনুমোদন করে। প্রস্তাবিত সংশোধনীতে রেডিও, টিভি ও পত্রিকার অনলাইন সংস্করণের জন্য পৃথকভাবে নিবন্ধন করার প্রস্তাব করা হয়। আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালাতেও নিবন্ধন করার বিধান যুক্ত করা হয় সংশোধনীতে।

নিবন্ধনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘২০১৭ সালের নীতিমালার মধ্যে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের যোগ্যতা-অযোগ্যতা, নিবন্ধন ফি, কর্তৃপক্ষ নির্ধারণ, লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন চ্যানেল এবং বেতারের নিউজ পোর্টাল হিসেবে প্রচারকার্য পরিচালনা, আইপি টিভি ও ইন্টারনেট রেডিও সম্প্রচার বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। এগুলো যুক্ত করে একটা খসড়া আনা হয়েছে, মন্ত্রিসভায় আলোচিত হয়েছে এবং সেটি অনুমোদন দেওয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে চালাচ্ছে। এটার অনুমতি নিতে হতো না। এখন নিতে হবে। আইপি টিভি, ইন্টারনেট রেডিও সম্প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ছিল না। সেজন্য এগুলো সংশোধন করা হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পত্রিকাগুলো তাদের হার্ডকপিতে অর্থাৎ ছাপা সংস্করণে যা ছাপে সেগুলো হুবহু যদি অনলাইনে প্রকাশ করে তাহলে অনুমোদন লাগবে না। তবে অনলাইন সংস্করণে ভ্যারিয়েশন আনলে সেটার জন্য আলাদা নিবন্ধন নিতে হবে।’

পরে সম্পাদক পরিষদের সঙ্গে এক বৈঠকে তথ্যমন্ত্রী সংবাদপত্রের জন্য অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার আশ্বাস দেন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...