৯২০ পিস ইয়াবাসহ শাহজালালে এক ব্যক্তি গ্রেফতার

পিবিএ রিপোর্ট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯২০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ। আটক ব্যক্তির নাম ফারুক হোসেন। রবিবার (৯ জুন) অভিযুক্তকে জব্দকৃত ইয়াবাসহ মামলা দিয়ে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন পিবিএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন।

dhaka-airport-PBa

জানা গেছে, শনিবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে বিমানবন্দরের ১ নম্বর আগমনী টার্মিনালের সামনে ফারুক হোসেন নামের এক ব্যক্তির চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করা হলে প্যান্টের পকেটে কালো রঙ এর স্কচটেপ প্যাঁচানো প্যাকেট পাওয়া যায়। সেই প্যাকেটের মধ্যে গোলাপী রঙয়ের ৯১২ পিস এবং সবুজ রঙয়ের ৮ পিস ইয়াবা পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবাসহ মামলা দায়ের করে ফারুক হোসেনকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলা পিবিএ’কে বলেন, আটক ফারুক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...