‌‌’মেসি লা লিগার একটি ইতিহাস’

পিবিএ, স্পোর্টস ডেস্ক : জাতীয় দল আর্জেন্টিনার হয়ে কিছু না পাওয়া লিওনেল মেসি সব পেয়েছেন স্পেনের ক্লাব বার্সেলোনার জার্সিতে। বার্সা আর মেসি যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আর্জেন্টাইন এই মহাতারকা নিজের ক্যারিয়ার হয়তো শেষ করবেন কাতালান ক্লাবটি থেকেই। স্প্যানিশ লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেভাস তেমনটিই জানালেন।

তেবাস মনে করেন, মেসি বার্সার জন্য যেমন গুরুত্বপূর্ণ, স্প্যানিশ লা লিগার জন্যও তেমনি গুরুত্বপূর্ণ। সে বার্সার একটি অংশ, তেমনি লা লিগারও একটি অংশ। সে কোনো সাধারণ খেলোয়াড় না। মেসি আইকন খেলোয়াড়, আমাদের লিগে সে যা করেছে তা খুবই গুরুত্বপূর্ণ। লা লিগায় খেলে এই আর্জেন্টাইন নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে।

তেবাস আরও জানান, রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিল, সে এখন নেই। মেসি স্প্যানিশ লিগে এখনও আছে। সে বার্সাকে নেতৃত্ব দিয়ে চলেছে। ক্লাবের যে দায়িত্ব সে পূরণ করে যাচ্ছে, লিগের সেই দায়িত্বও সে পূরণ করে যাচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...