রংপুর রাইডার্সকে হারিয়ে শুভ সূচনা চিটাগাং ভাইকিংসের

পিবিএ ডেস্ক : রংপুর রাইডার্সকে মাত্র ৯৬ রানে অলআউট করে সহজ জয়ের পথ আগেই প্রশস্ত করে রেখেছিল চিটাগং ভাইকিংস। তবে মিরপুর স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচ জিততে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মুশফিকুর রহিমদের। আবশেষে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভাইকিংস বোলারদের সামনে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৯৬ রানে অলআউট হয় গত আসরের চ্যাম্পিয়ন রংপুর। সহজ এই লক্ষ্যে খেলতে নেমে ভাইকিংস ব্যাটসম্যানদেরও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকরা।

অল্প পুঁজি নিয়ে বোলিংয়ের শুরু থেকেই ভাইকিংসকে চেপে ধরা চেষ্টা করেছে মাশরাফিরা। সাফল্যও পেয়ে যায় দ্রুত। ক্যামেরন ডেলপোর্টকে ফিরিয়ে রংপুরকে প্রথম উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। অ্যালেক্স হেলসের হাতে ধরা পড়ার আগে ডেলপোর্ট করেন ৮ রান।

নিষেধাজ্ঞা কাটানোর পর প্রথমবার বিপিএলে খেলতে নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল। ভাইকিংসের ব্যাটিং অর্ডারের তিন নম্বরে নামা এই ব্যাটসম্যানকে ঘিরে দল তো বটেই, প্রত্যাশায় ছিলেন ক্রিকেট ভক্তরাও। যদিও হতাশ করেছেন আশরাফুল। বিপিএলে ফেরাটা সুখের হয়নি তার, মাত্র ৩ রান করে আউট যান সাবেক এই অধিনায়ক। দ্রুত ২ উইকেট হারানোর পর মোহাম্মদ শাহজাদ ও মুশফিকের ব্যাটে প্রতিরোধ গড়ে ভাইকিংস।

তাদের ব্যাটে জয়ের পথে এগোতে থাকা ভাইকিংস দলীয় ফিফটিও পূরণ করে। কিন্তু এরপরই আবার ধাক্কায় সব এলোমলো। বিনি হাওয়েলের বলে ২৭ রান করে শাহজাদের আউটের পর দুঃখজনক রান আউটে প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার রাজা (৩)। মোসাদ্দেক হোসেনও ব্যর্থ (৩) হয়ে ফেরেন প্যাভিলিয়নে। এরপর নাঈম হাসান (১০) ভালো শুরু করেও ফিরে যান দ্রুত।

তবে ধাক্কাটা বেশি করে লাগে মুশফিকের আউটে। ৩১ বলে ২ বাউন্ডারিতে এই ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, ভাইকিংসের স্কোর তখন ৭ উইকেটে ৮৫। জয়ের জন্য তখনও দরকার ১১ রান।

শেষ দুই ওভারে দরকার পড়ে ১০ রান। ম্যাচের চিত্র পাল্টে যাওয়ার ইঙ্গিত থাকলেও বল হাতে দুর্দান্ত পারফর্ম করা রবি ফ্রাইলিঙ্ক (১২*) ও সানজামুল ইসলাম (৭*) ৫ বল আগেই নিশ্চিত করেন ভাইকিংসের জয়। বোলিংয়ে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট পাওয়া ফ্রাইলিঙ্ক হয়েছেন ম্যাচসেরা।

রংপুরের সবচেয়ে সফল বোলার মাশরাফি। এই পেসার ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার শফিউল ইসলাম, নাজমুল ইসলাম, বিনি হাওয়েল ও ফরহাদ রেজার।

পিবিএ/জিজি

আরও পড়ুন...