পঞ্চম দিনের মতো পোশাক শ্রমিকদের সড়কে অবস্থান

পিবিএ,ঢাকা: আন্দোলনের ধারাবাহিকতায় পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।

নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান নেয় শত শত গার্মেন্টস শ্রমিকর। এতে মিরপুর-বিমানবন্দর সড়ক বন্ধ হয়ে যায়। ফলে চরম জনদুর্ভোগে পড়ে রাজধানীবাসি।
শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইমরানুল হাসান প্রিন্স জানান, আজ সকাল থেকেই কালশীর মূল সড়কে ২২তলা গার্মেন্টস, স্ট্যান্ডার্ড গার্মেন্টসসহ কয়েকটি গার্মেন্টস শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রতিদিনের মতো শ্রমিকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাপ্য মজুরি আদায়ে তাদের সহযোগিতার আশ্বাস সত্ত্বেও আবার কেন রাস্তায় নামছেন তারা বিষয়টি নিয়ে আমরা কথা বলছি।

শ্রমিকদের আলোচনার মাধ্যমে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরো এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...