ভুয়া কাস্টম কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি

পিবিএ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরা থেকে এক ভুয়া কাস্টম কর্মকর্তা ও তার দুই পিএসকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতদের নাম মোঃ ওমর ফারুক (৫২), মোঃ ইলিয়াস (৩৮) এবং মোঃ সাইফুল ইসলাম। সংঘবদ্ধ এই প্রতারকচক্রের কাছ থেকে কাস্টম কমিশনারের ভিজিটিং কার্ড, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং প্রতারনার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আসামী ফারুক, ওমর মবিন নামের এক কাস্টম কর্মকর্তার নামে ভিজিটিং কার্ড ছাপিয়ে নিজেকে ওই কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারনা করে আসছিলো। তারা মৃণাল নামের এক ব্যক্তির নিকট থেকে কাস্টম হাউজের জব্দকৃত স্বর্ণ নিলামে পাইয়ে দেওয়ার কথা বলে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

প্রতারকচক্র কখনো কাস্টম কর্মকর্তা কখনোবা বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধ্বতন কর্মকর্তা সেজে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিলো। এদের গ্রেফতারের পর কয়েকজন ভুক্তভোগী ইতিমধ্যেই গোয়েন্দা পুলিশের কাছে তাদের সর্বশান্ত হওয়ার তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...