এসএ গেমসের শুরুতেই বাংলাদেশের প্রথম পদক জিতলেন হোমায়রা

প্রথম পদক এনে দিলেন হোমায়রা আক্তার অন্তরা।

পিবিএ,ডেস্ক : ১৩তম এসএ গেমসের শুরুতেই বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন হোমায়রা আক্তার অন্তরা। কারাতে ডিসিপ্লিনে মেয়েদের একক কাতা ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন তিনি। জিতেছেন ব্রোঞ্জ পদক। এই ইভেন্টে স্বর্ণ জিতেছে পাকিস্তান, রৌপ্য জিতেছে নেপাল।

এছাড়া ছেলেদের এককেও ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। কাতা ইভেন্টে চারজন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের হাসান খান।

২৬টি ডিসিপ্লিনে এবার নতুন করে যুক্ত হয়েছে গলফ ও কারাতে। আর ৮ বছর পর ফিরেছে ক্রিকেট।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...