বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানের লাহোরে এখন

পিবিএ, ঢাকা : নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার ভাড়া করা বিশেষ বিমানে স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা ছাড়ে মাহমুদউল্লাহ বাহিনী। পরে লাহোরে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় পৌঁছেন তারা।

সেখানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন টাইগাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে স্বাগত জানান পিসিবির কর্মকর্তারা। লাহোর বিমানবন্দরে নেমেই অভ্যর্থনা পান তামিম ইকবাল ও মিনহাজুল আবেদীন। বাকিরাও পান উষ্ণ অভ্যর্থনা।

পরে কড়া নিরাপত্তায় মাহমুদউল্লাহদের টিম হোটেলে নিয়ে যায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। বিমানবন্দরেই কড়া নিরাপত্তা দেখতে পান তারা। এর আগে বাংলাদেশের পাকিস্তান সফর উপলক্ষে বিমানে বিশেষ কেক কাটা হয়।

২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি হবে বাকি দুই ম্যাচ। এ সময়ে মাহমুদউল্লাহদের নিরাপত্তায় থাকছে ১০ হাজার পাক পুলিশ।

তথ্যসূত্র:বিসিবি/ফেসবুক।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...