তিন আসনে উপনির্বাচন : জাপায় মনোনয়ন পেলেন যারা

পিবিএ,ঢাকা: ঢাকা-১০, গাইবান্ধা- ৩ এবং বাগেরহাট- ৪ আসনে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)।

সোমবার জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে প্রার্থীতা ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাজী মো. শাহ জাহান, গাইবান্ধা-৩ আসনে মইনুর রাব্বী চৌধুরী এবং বাগেরহাট- ৪ আসনে সাজন কুমার মিস্ত্রী মনোনয়ন পেয়েছেন।

এর আগে জি এম কাদেরের সভাপতিত্বে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকার গ্রহণে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু এমপি এবং জাতীয় পার্টি মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

পিবিএ/এমআর

আরও পড়ুন...