খোরশেদ আলম, পিবিএ হাটহাজারী: হাটহাজারী পৈারসভার ১১ মাইল এলাকায় দ্বিতীয় দিনের মতো ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ১১ মাইল এলাকার কবির চেয়ারম্যানের ভাড়া বাসায় পরিচালিত এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা।
জানা যায়, অভিযানে ভেজাল ঘি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত লাল সার, ডালডা, পামওয়েল, ফ্লেভার, ক্ষতিকর রং সহ বিভিন্ন উপকরণ জব্দের পাশাপাশি ১ হাজার ২০০ লিটার ভেজাল ঘি নষ্ট করা হয়। খবর পেয়ে কারখানার মালিক পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন উপকরণ দিয়ে বাঘাবাড়ি স্পেশাল খাঁটি গাওয়া ঘি, গোল্ডেন এসপি, গোল্ডেন পি এস, গোল্ডেন স্পেশাল, আরএস রাজেশ ঘোষ সুপারসহ অন্তত ১০টি ব্রান্ডের ঘি কারখানায় তৈরি করে বাজারজাত করছিলো এ চক্রটি। তিনি বলেন,যারা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য তৈরি করবে এবং ভেজাল খাদ্য বিক্রি করবে, তাদের বিরুদ্ধ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত কাল সোমবার (১১ ফেব্রুয়ারি) রাতেও একই স্থানে অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন । এ সময় প্রায় ১ হাজার ৫০০ লিটার ভেজাল ঘি নষ্ট করা হয়।
পিবিএ/কেএ/হক