পিবিএ,ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন লাগার কারণে সেখানকার ভর্তি রোগীদের অনেককেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এরা কেউ আগুনের ঘটনায় হতাহত নয়।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে এ্যাম্বুলেন্স যোগে একের পর এক তাদেরকে ঢামেকে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল জরুরী বিভাগের আবাসিক সার্জন ডা. মোঃ আলাউদ্দিন জানান, সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এখন পর্যন্ত ৫০ জনের অধিক রোগীকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হচ্ছে। যত রোগীই আসুক তাদের সব চিকিৎসার ব্যবস্থা করে রাখা হয়েছে জানায় হাসপাতল কর্তৃপক্ষ।
সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ঢামেকে আসা রোগীরা হচ্ছেন, আমেনা বেগম, সুফিয়া খাতুন, জাহানার, শফিকুল ইসলাম, রিফাত, আবু আহমেদ, ইউসুফ, মেহেদী হাসান সহ ৫০ জনের অধিক। এরা সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউ সহ বিভিন্ন বিভাগে ভর্তি ছিলো।
এই ঘটনায় আরো রোগী ওই হাসপাতাল থেকে ঢামেকে আসতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পিবিএ/এইচ/এমএসএম