আড়ং’র সামনে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে রিকশা চালক দগ্ধ

পিবিএ, ঢামেক: রাজধানীর আসাদগেট আড়ং এর সামনে যাত্রীবাহী ৭ নম্বর পরিবহনের বাসটি ট্রাফিক সিগনালে থেমে থাকা অবস্থায় রাস্তার গ্যাস লাইন লিকেজ থেকে গাড়ির নিচে আগুন লেগে যায়। এরপর তা গাড়ির ভিতরে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরা দৌড়াদৌড়ি করে নেমে যায়। তবে এর আগেই ৭-৮ জন যাত্রী দগ্ধ হয়। এতে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে শহিদুল্লাহ হক (৪০) নামের এক রিকশা চালককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বার্ন ইউনিটে চিকিৎসাধীন রিকশাচালক শহীদুল্লাহ জানান, তিনি গাবতলী বাগবাড়ি বড়বাজার এলাকায় থাকেন। নিউ মার্কেট থেকে একজন মহিলা যাত্রী নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। আসাদগেট আড়ং এর সামনে ট্রাফিক সিগনালে ৭ নম্বর বাসের পিছনে রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলাম। এসময় হঠাৎ করে বাসের মধ্যে আগুন লেগে যায়। এতে সঙ্গে সঙ্গে তিনি নিজে ও রিকশায় থাকা মহিলা যাত্রীও দগ্ধ হয়েছে বলে জানান তিনি।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, শহিদুলের হাতে, পিঠে এবং পায়ের কিছুটা দগ্ধ হয়েছে। তবে তার অবস্থা গুরুতর নয়।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম জানান, রাপা প্লাজার সামনের রাস্তায় ৮/১০ ইঞ্চি একটি গ্যাস পাইপ লাইন দেখা গেছে যেটি ক’দিন আগে মেরামত করা হয়েছে। সেইখানে কেউ জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়ায় ওই লিকেজ থেকেই আগুন ধরে যায়, পরে বাসেও আগুন ধরে যায়। এর পাশের একটি পিকআপেও আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে ফায়ারের ২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে রাস্তার একপাশ বন্ধ করে সেই লিকেজ গ্যাস পাইপ মেরামত করা হচ্ছে। দগ্ধদের মধ্যে ২ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কেউই গুরুতর দগ্ধ নয় বলে জানান তিনি।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...