পিবিএ,বগুড়া: দুপচাচিয়ার মোস্তফাপুর দঃপাড়া আলমদিনা জামে মসজিদে মমতাজ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
মোঃআঃসালাম মীর( দুপচাঁচিয়া) ২২-২-২০১৯ শুক্রবার মোস্তফাপুর দঃপাড়া আলমদিনা জামে মসজিদে বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মরল্হুম আলহাজ্ব মমতাজ উদ্দীনের এর স্বরনে বাদ জুমা মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজ্জাত আলী, মোঃসেকেন্দার আলী, আঃরশিদ সরদার, মীর মোফাজ্জল সহ গন্যমান্য ব্যাক্তিগন উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে দোওয়া পরিচালনা করেন মাওলানা আঃ মজিদ।
পিবিএ/এসএম/এমএসএম