জীবনানন্দ দাশের কবিতায় ভাঁটফুলের উল্লেখ আছে। গ্রাম বাংলার পথের ধারে অবহেলায় ফুটে থাকা ভাঁটফুলের সৌন্দর্য অন্য ফুল থেকে কোন অংশেই কম নয়। বরং থোকায় থোকায় ফুটে পথিকের মনকে অল্প সময়ের জন্য আন্দোলিত করে যায়। ভাঁট ফুলের সৌন্দর্য মন কাড়ে যে কোন মানুষের। ছবিটি বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়ন থেকে তোলা। ছবি: পিবিএ