একুশ আমার
– মোঃ হাসানুজ্জমান
একুশ আমার ভায়ের রক্তে কেনা
একুশ আমার তাইতো চির চেনা
একুশ আমার মায়ের চোখের জল
একুশ আমার অধিকার ও বল।
একুশ আমার চির অহংকার
একুশ আমার বিজয়ের সম্ভার
একুশ আছে তাইতো আমি কবি
একুশ আছে শিল্পী আঁকে ছবি
একুশ আছে ভরে চাষির গোলা
একুশ আছে স্বাধীন পথে চলা
একুশ আছে আছে সবি দেশে
যা পেয়েছি একুশ ভাল বেশে।
মুখের কথা স্বাধীনতা সব একুশের দান
বাংলা ভাষা পেয়েছে আজ অতিশয় সম্মান।
শহীদ মিনার, শহীদ মিনার আকাশ ছোয়া গর্ব
ফুলে ফুলে সাজিয়ে দিলাম তোমার দেহ সর্ব
নতুন করে শপথ নেবার তুমি দিলে ভিত্তি
যুগে যুগ অমর হবে তোমার মহান কীর্তি।
পিবিএ/শআ/কবিতা