এমপিকে সংবর্ধনা, তাই শহরে যান চলাচল বন্ধ !

যান
এমপিকে সংবর্ধনা, শহরে যান চলাচল বন্ধ
তপু আহমেদ, পিবিএ, টাঙ্গাইল : টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনিরের সংবর্ধনার আয়োজন করা হয়। সেই সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে জেলা রিক্সা-অটো শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়নসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা তাদের স্বস্ব কাজ বন্ধ রেখে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেছেন।
যান
শহরে যান চলাচল বন্ধ

রবিবার (২৪ মার্চ) বিকেল ৩ টায় শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে সংবর্ধনার আয়োজন করে জেলা শ্রমিক ফেডারেশন। এদিকে দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত যানচলাচল করার বন্ধ রাখার ঘোষণা দেন জেলা শ্রমিক ফেডারেশন। ফলে টাঙ্গাইল শহর যানবাহন শূণ্য হয়ে পড়েছে। অপর দিকে সাধারণ মানুষেরা ভোগান্তির শিকার হচ্ছে। অনেকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে গন্তব্যে পৌছালে কষ্ট শিকার হয়েছে নিম্ন আয়ের মানুষেরা। তারা রিক্সা, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধ থাকায় পায়ে হেটে গন্তব্যে পৌছান।

সরেজমিনে দেখা যায়, দুপুরের পর পুরাতন বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, বেবিস্ট্যান্ড, নিরালার মোড়, বটতলাসহ শহরের কোথাও কোন যানচলাচল দেখা যায়নি। যারা জেলা শ্রমিক ফেডারেশনের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছে সেইসব শ্রমিকদের সাথে অকথ্যভাষায় গালিগালাজ, খারাপ আচরণও যানবাহনের চাকার হাওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছে। এমনি রোগি বহনকরা অটোরিক্সা ও রিক্সার চাকার হাওয়া ছেড়ে পর্যন্ত দেওয়া হয়েছে।
এ বিষয়ে রেখা আক্তার নামে এক যাত্রী বলেন, আমার প্যারালাইডস মাকে নিয়ে রিক্সা আসার সময় আমাদের বহনকৃত রিক্সার চাকার হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে। হাওয়া ছাড়া রিক্সা নিয়ে আমাদের যেতে খুব কষ্ট হয়েছে। সংবর্ধনা দেওয়ার নামে সাধারণ মানুষ ভোগান্তির শিকাড় হচ্ছে। এই ভোগান্তির দায়ভার কে নিবে? জেলা শ্রমিক ফেডারেশন না এমপি।
শাহজাহান মিয়া নামের এক ভ্যান চালক বলেন, পেটের দায়ে প্রবীণ বয়সেও ভ্যান চালিয়ে সংসার করছি। বটতলা দিয়ে মালামাল নিয়ে যাওয়ার সময় আমার ভ্যানের হাওয়া ছেড়ে দেওয়া হয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে।
মো. শফিক নামের ভ্যাটারি চালিত অটো রিক্সার চালক বলেন, অটো নিয়ে আসার সময় আমার সাথে শ্রমিক অফিসের কর্মীরা খুব খারাপ আচরণ করেছে। সংবর্ধনা দিবে নেতারা। সেখানে শ্রমিকরা গিয়ে কি করবে।
এ বিষয়ে জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
পিবিএ/টিপি/জেডআই

আরও পড়ুন...