‘‘আমারে মাফ করে দিস আগুন FR tower lift 13’’ মৃত্যুর আগে ফেসবুকে স্ট্যাটাস

 

পিবিএ, ঢাকা : বনানীর এফআর টাওয়ারের আগুন লাগার ঘটনার পর ওই ভবনে নানা কাজে থাকা ব্যক্তিদের স্বজনেরা ভিড় জমিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতারাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকেপড়া অবস্থায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন হাসনাইন আহমেদ রিপন নামে এক যুবক।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘‘মা, মিনা মিলন আপু ফাহিম ভাই সবাই আমারে মাফ করে দিস’’।

স্ট্যাটাসটি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায়, আগুন লাগার পর ধোঁয়াভর্তি ঘরের মধ্যে সেলফি তুলেন রিপন।

তিনি ওই ভবনের ১৪তলায় ছিলেন বলে জানান তার স্ট্যাটাসে। রিপন ডিআরআইডি গ্রুপের ফিন্যান্সের এক্সিকিউটিভ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগে। ভবনটির ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...