পিবিএ ডেস্কঃ বাড়িতে ছোট্ট অতিথি এসেছে? এবার তো তাহলে আপনি খুবই চিন্তায় পড়লেন? নাম দিতে হবে তো একটা সুন্দর দেখে! আমরা সকলেই কিন্তু জীবনে এই মিষ্টি সমস্যার সম্মুখীন হতে চাই। একটি বাচ্চাকে পরিবারের তরফ থেকে প্রথম যে উপহারটি দেওয়া হয় সেটি হল এই নাম। তাই নাম হওয়া চাই সুন্দর।
কন্যা ও পুত্র সন্তানের ইসলামী নামঃ-
১. আজমলঃ এই নামের অর্থ হল অতি সুন্দর। আপনার ফুটফুটে সোনার নাম এটি কিন্তু দিতেই পারেন।
২. আহনাফঃ বেশ মিষ্টি নাম না! এর অর্থ হল ধর্ম বিশ্বাসে খাঁটি।
৩. তানজীমঃ আপনার যদি মেয়ে হয় তাহলে এই নামটি দিতে পারেন। এর অর্থ হল গোছানো বা সুবিন্যস্ত।
৪. তাহিরাঃ এটিও খুব সুন্দর নাম। এর অর্থ পবিত্র।
৫. আনিসঃ এই নামের অর্থ হল বন্ধু। বেশ সোজা আর সুন্দর নাম।
৬. দীদারঃ আপনার ছেলের এই নাম খুবই পছন্দ হবে। এর অর্থ হল সাক্ষাৎ।
৭. ফারহাতঃ আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান খুব আনন্দে থাকুক। তাহলে এই নাম দিন। এর অর্থ হল আনন্দ।
৮. পারভীনঃ এই নামের একজন সুন্দরী নায়িকা ছিলেন বলিউডে। এই নামের অর্থ দীপ্তিময় তারা।
৯. ফারহানঃ ফারহান আখতারকে কে না জানেন! তাঁর নামে নাম রাখবেন? এই নামের অর্থ হল প্রফুল্ল।
১০. হাফিজঃ এই নামের অর্থ রক্ষাকারী। আপনার সন্তান পরবর্তী কালে নিশ্চয়ই বলিষ্ঠ একজন হবে। তাই এই নাম দিন।
১১. মারিয়াঃ বেশ মিষ্টি নাম। এর অর্থ হল শুভ্র।
১২. আনিফাঃ সব বাবা মায়ের কাছেই তাঁর সন্তান সুন্দর। তাই এই নাম রাখুন। এর অর্থ হল রূপসী।
১৩. ইসরাতঃ সবাই চায় তাঁর সন্তান পরকে সাহায্য করুক। তাই এই নাম দিন। এর অর্থ হল সাহায্যকারী।
১৪. হানিফঃ এই নামও বেশ সুন্দর। এর অর্থ হল ধার্মিক।
১৫. মাশুকঃ আপনার সন্তান সকলের ভালোবাসার পাত্র হয়ে উঠুক। এর অর্থ ভালোবাসে যাকে সবাই।
মুসলমান শিশু
১৬. মাসুদঃ এই নামের অর্থ সৌভাগ্যবান। এই নামটিও দিতে পারেন।
১৭. নিহালঃ একটি ছোট গাছই তো বড় হয়ে বট গাছ হয়। আপনার সন্তানের মধ্যেও আছে তেমন অনেক সম্ভাবনা। তাই এই নাম দিন। এর অর্থ হল চারাগাছ।
১৮. রাহাতঃ এই নামের অর্থ হল স্বাচ্ছন্দ্য। এটিও বেশ মিষ্টি নাম।
১৯. শিরিনঃ এই নামের অর্থ হল সুন্দর। এটিও বেশ ভালো নাম।
২০. আয়েশাঃ আমরা সবাই চাই আমাদের সন্তানের জীবনে সমৃদ্ধি আসুক। তাহলে এই নাম দিন। এর অর্থ সমৃদ্ধিবান।
২১. আশরাফীঃ আসরাফ হল মোহর। এই নামের অর্থ যিনি সম্মানিত। বেশ ভালো নাম এটি।
২২. রায়হানঃ বেশ অন্য রকম নাম। এর অর্থ সুগন্ধী ফুল।
২৩. তালিবঃ জীবনে এগোতে গেলে প্রশ্ন করতে হয়, খুঁজতে হয়। আপনার সন্তানও তাই করুক। এই নাম রাখুন। এর অর্থ অনুসন্ধানকারী।
২৪. ইয়ামীনঃ এই নামের অর্থ হল শপথ। বেশ ভালো নাম।
২৫. রুকাইয়াঃ বেশ অন্য ধরণের নাম। এর অর্থ উচ্চতর।
আশা করি আপনাদের এই নামগুলো বেশ ভালো লাগবে। এর মধ্যে থেকেই আপনার সন্তানের নাম রাখুন।
পিবিএ/এম আর