পিবিএ,বিনোদন: শরীরের ছিপছিপে কার্ভস নয়, বোল্ড কার্ভসও যে একই ভাবে আকর্ষণীয় হয়ে উঠতে পারে, এবং একজনের অভিনয় দক্ষতা যে শরীরের আবেদনের ঊর্ধ্বে, তা প্রমাণ করেছেন বিদ্যা বালন। শরীর নিয়ে, বাড়তি ওজন নিয়ে সবসময়েই স্পষ্ট কথা বলেছেন বিদ্যা বালন। কিন্তু শুরু থেকেই কি এমন মনোভাবই ছিল তাঁর?
উত্তরটা অবশ্যই ‘না’। অকপট বিদ্যা জানালেন, বাইরের সমালোচনার পাশাপাশি দীর্ঘ সময়ে তিনি আত্মবিশ্বাসের অভাবে ভুগেছেন। জানালেন, ‘জীবনের একটা সময় গেছে যখন প্রতিনিয়ত নিজের শরীর নিয়ে লড়াই চালিয়েছি। খুব রাগ হত। নিজের শরীরটাকেই ঘেন্না করতাম। চেহারাটা বদলে ফেলতে ইচ্ছা করত। মনে হত চেহারাটা বদলে গেলে সবাই আমাকে আপন করে নেবে। ভালোবাসা পাবো সবার থেকে। কিন্তু পরে দেখলাম, মেদ ঝড়িয়েও অনেকের কাছে সমালোচনার পাত্রীই হয়ে থেকে গেলাম। ঠিক করলাম, অন্যের পছন্দ-অপছন্দের জন্যে নিজেকে বদলে ফেলার কোনও মানেই হয় না। ধীরে ধীরে নিজের মোটা শরীরটাকেই ভালোবাসতে শিখলাম। দেখলাম অনেক বেশি আনন্দে থাকছি, নিজের চোখেই সুন্দর দেখতে লাগছি।’
পিবিএ/এমএস