শনিবার জয়নুল গ্যালারিতে ৩ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী শুরু

উদ্বোধনী অনুষ্ঠান বিকেল ৫টায়

পিবিএ ডেস্ক: রাজধানীতে শনিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে এই প্রদর্শনী শুরু হবে।

বিকাল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

গাজীপুরের ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে গত ২৭ থেকে ৩০ মার্চ অনুষ্ঠিত ‘আর্ট ফেস্টিভাল ২০১৯ গাজীপুর’ থেকে পাওয়া শিল্পকর্মগুলো এখানে প্রদর্শিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

এছাড়া খ্যতিমান শিল্পী রকিকুন নবী, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নেসার হোসেন, ইউএনডিপি বাংলাদেশের এ দেশীয় পরিচালক সুদীপ্ত মুখার্জি, অ্যাস্ট্রোটেক্স গ্রুপের পরিচালক তাহমিনা তানজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ‘আর্ট ফেস্টিভাল ২০১৯ গাজীপুর’ এর উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মহসিন আলী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...