পিবিএ,ঢাকা: বাংলাদেশের খ্যাতিমান লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিওজেএ ’র সভাপতি জাহিদ ইকবাল ও সাধারণ সম্পাদক এম ইব্রাহিম সরকার ।
শনিবার (২৭ এপ্রিল ) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা বলেন, মাহফুজ উল্লাহ’র মৃত্যুতে আমরা আমাদের এক অবিভাবককে হারালাম । আমাদের এই ক্ষতি পূরন করতে অনেক সময় লাগবে । পরিশেষে তার আত্বার মাগফিরাত কামনা করি , আল্লাহ যেন তাকে বেহেশতবাসী করেন । তার পরিবারের জন্য শোক ও সমবেদনা জ্ঞাপন করছি ।
উল্লেখ্য, আজ শনিবার সকাল ১০টা ৫ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে সাংবাদিক মাহফুজ উল্লাহ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তার বড় মেয়ে হুমায়রা মেঘলা মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
পিবিএ/এমএস