সানি লিওন বিজেপি প্রার্থী বিপুল ভোটে জয়ী!

পিবিএ,ডেস্ক: ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ কালে জানা গেলো এক বিস্ফোরক তথ্য। গতকাল (বৃহস্পতিবার, ২৩ মে) ভারতের গুরুদাসপুর থেকে নাকি বিজেপি প্রার্থী হিসেবে বিপুল ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন হার্টথ্রব বলিউড তারকা সানি লিওন!

ভারতীয় একটি সুপরিচিত টেলিভিশিন চ্যানেলের সংবাদ উপস্থাপক এমনই চমকপ্রদ তথ্য প্রদান করেছেন। গতকাল লোকসভার ভোটগণনার উত্তেজনার মাঝে এ তথ্য দেন তিনি।

বাস্তবতা হচ্ছে গুরুদাসপুর থেকে বিজেপির প্রার্থী ছিলেন বলিউড তারকা ধর্মেন্দ্রের সুপারস্টার পুত্র সানি দেওল। আর এখানেই ঘটেছে বিপত্তি। উত্তেজনা বসত সানি দিওলকে সানি লিওনিতে বদলে ফেলেন এই তারকা টেলিভিশন উপস্থাপক।

তবে এ নিয়ে রসিকতা করতে ছাড়েননি খোদ সানি। খবরটি জানার পরেই ভেরিফাইড টুইটার পেজে এক পোস্ট দিয়ে তিনি জানতে চান, আসলে এখন অবদি তিনি কত ভোটে এগিয়ে আছেন।

এই সংবাদ অংশের লাইভ ভিডিও মুহুর্তে ভাইরাল হয় ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এ বিষয়ে কোন মন্তব্য করেননি গুরুদাসপুরের তারকা প্রার্থী সানি দেওল। -নিউজ১৮

পিবিএ/জেডআই

আরও পড়ুন...