পিবিএ ডেস্ক: বাংলা গানের যুবরাজ’খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। আসিফ মানে নতুন কিছু, আসিফ মানেই ভিন্ন কিছু। সংগীতাঙ্গনে একের পর এক ধামাকা দিয়ে যাচ্ছেন বাংলা গানের এই যুবরাজ। তারই ধারাবাহিকতায় এবার তিনি প্রকাশ করতে যাচ্ছেন নতুন গান ‘তোকে বউ বানাবো’। এইচ এম রিপনের কথায় গানটির সুর-সংগীত করেছেন অমিত চ্যাটার্জী।
শেকড় মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির। মিউজিক ভিডিওতে আসিফ আকবরের পাশাপাশি অভিনয় করেছেন রাহা তানহা খান ও সবুজ আশরাফ সুপ্ত। নির্মাতা সৈকত নাসির জানান, আগামী ২০ জুন ‘তোকে বউ বানাবো’ গানটি প্রকাশ হবে শেকড় মিডিয়ার ইউটিউব চ্যানেলে।
পিবিএ/বিএইচ