৬ হাজার ৯৬৭ কোটি টাকার ১০ টি প্রকল্প অনুমোদন: গাজীপুরকে বিশেষ গুরুত্ব

পিবিএ ঢাকা: গাজীপুরকে সিটি কর্পোরেশনকে বিশেষ গুরুত্ব দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় ৭ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

চলতি অর্থবছরের ২৩তম এই একনেক সভায় গাজীপুর ছাড়াও প্রাধান্য পেয়েছে সন্ত্রাসবাদ মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ আরও আটটি প্রকল্প।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান: ৬ হাজার ৯৬৭ কোটি টাকা ব্যয় ধরে ১০ টি প্রকল্প অনুমোদন করেছে সরকার। অনুমোদিত প্রকল্পের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে গাজীপুর সিটি কর্পোরেশনের সংযোগ সড়ক, রাস্তা প্রশস্তকরণ এবং নর্দমা ও ফুটপথ নির্মাণে। সেখানে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এছাড়াও খেলোয়াড়দের কল্যাণে প্রকল্প প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী । আফগানিস্তানের সঙ্গে বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

ক্রীড়াঙ্গণে সারা বছর খেলাধুলা চালু রাখতে একটি বড় তহবিল গড়ার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন...