পিবিএ, রোয়াংছড়ি,বান্দরবান: বান্দরবানে জনসংহতি সমিতি’র(জে,এস,এস) কর্মী অংসিংচিং মারমা (৪২) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
২৫শে জুন সকাল ৭ ঘটিকায় রোয়াংছড়ি উপজেলার থোয়াইঅংগ্যা পাড়া ২নং ওয়ার্ড, সদর ইউনিয়ন থেকে তার হাত বাধাঁ লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায় সে পূর্বে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র(জে,এস,এস) সক্রিয় সদস্য ছিলেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা, যায় রাত আনুমানিক ২ ঘটিকায় কয়েক জন লোক তাকে নিজ বাড়ি থেকে ঢেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরায় বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীসহ খোজাখুজি শুরু করলে পরে ২৫শে জুন বেলা ৭ ঘটিকায় তার বাড়ি থেকে ১কিলোমিটার উত্তরে একটি ঝিরির পাশে জমিতে তার লাশ দেখতে পায়। পরে সস্থানীয়রা রোয়াংছড়ি থানায় খবর দিলে পুশি এসে লাশ উদ্ধার করে।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম পিবিএকে জানান, বাসা থেকে ডেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা হয়েছে । স্থানীয়দের থেকে খবর পেয়ে ভোররাতে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পিবিএ/এনসি/হক