হাটহাজারীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: হাটহাজারী উপজেলার উপজেলার মির্জাপুর ইউনিয়নের কালা বাদশাহ পাড়ায় তের বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন (৩২) পলাতক ছিল। সুমন ঐ এলাকার মাষ্টার বাড়ির শফি মাষ্টারের পুত্র বলে জানা গেছে। মঙ্গলবার বিকেলে পুলিশ অভিযুক্ত সুমনকে আটক করেছে।।


স্থানীয় সুত্রে জানা যায়, বিদেশ ফেরৎ বখাটে সুমন সোমবার রাত ১১টার দিকে তের বছরের এক শিশুকে ফুসলিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি শুর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে অতিরিক্ত রক্ষক্ষরণ এবং শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)বেলাল উদ্দিন জাহাঙ্গীর পিবিএকে বলেন ঘটনাটি শুনছি। পুলিশ অভিযুক্ত সুমনকে বিকালে বাড়ী থেকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে ।

পিবিএ/হক

আরও পড়ুন...