পিবিএ, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে জাল টাকা তৈরীর সময় সরঞ্জামাদিসহ চক্রের ২ জনকে হাতেনাতে আটক করে থানা পুলিশ। মঙ্গলবার পৌর শহরের মালঞ্চা এলাকার ১টি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ৬৫ টি ৫০ টাকার, ৫’শটি ৫০ টাকার জালনোট, কম্পিউটার, পিসি, প্রিন্টার উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার কুয়াতপুর গ্রামের শ্রী লাল মোহনের ছেলে সঞ্জয় কুমার (২৪) ও পাঁচবিবি মধ্য মালঞ্চা গ্রামের আতোয়ার হোসেনের ছেলে নাদিম হোসেন (১৯)।
বিকেল ৪ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে থানার পরিদর্শক বজলার রহমান জানান, মালঞ্চা গ্রামের পিয়ারা বেগমের ভাড়া বাড়িতে জালনোট তৈরী হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ভোর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পিবিএ/এএম/হক